Results News - RTMNU Summer 2019 Results- Click Here..

Search Any Result / Job :

Tuesday, March 19, 2013

Agrani Bank Senior Officer Vacancy 2013

Agrani Bank Senior Officer Vacancy 2013


Agrani Bank Senior Officer Vacancy 2013


বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি
অগ্রণী ব্যাংক লিমিটেড-এ নিম্নে উল্লেখিত পদে নিয়োগের লক্ষ্যে মেধাবী, উদ্যোমী, কর্মঠ ও আগ্রহী যোগ্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রার্থী হিসেবে যোগ্যতার শর্ত পূরণ করলে, আবেদন করার জন্য অনলাইন সিস্টেম হতে নির্ধারিত পদের জন্য টাকা জমার রশিদ সংগ্রহ করে দেশে অবস্থিত অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দিয়ে উপরে প্রদর্শিত Applicant Login-এ ক্লিক করে জমার রশিদে উল্লেখিত PIN এবং AID প্রদানপূর্বক আবেদন ফরম পূরন করতে হবে। উল্লেখ্য যে, টাকা জমা দেয়ার রশিদ সংগ্রহ বা টাকা জমাদান কোন অবস্থাতেই আবেদন হিসেবে গৃহীত হবে না।

সিনিয়র অফিসার

বেতন স্কেল: ১১০০০-৪৯০x৭-১৪৪৩০-ইবি-৫৪০x১১-২০৩৭০
আবেদন গ্রহণ শুরুর তারিখ: 2013-03-15 00:00:00
আবেদন গ্রহণ শেষের তারিখ: 2013-04-07 00:55:00 [ 0 Month(s) 19 Day(s) Left ]

শিক্ষাগত যোগ্যতা / পেশাগত অভিজ্ঞতা


১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ/এমবিএম/৪ বছরের বিবিএ/বিএসসি ইঞ্জিনিয়ারিং/বিএসসি ইন কম্পিউটার সায়েন্স/বিএজি/বিএসসি এজি
অথবা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতোকোত্তর।
২) এসএসসি থেকে স্নাতোকোত্তর পর্যায়ে যে কোন একটিতে প্রথম শ্রেণী/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে।
৩) কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ থাকলে প্রার্থীতা গ্রহণযোগ্য হবে না।
৪) আবেদনকারীদের কম্পিউটার পরিচালনায় দক্ষ হওয়া আবশ্যক (প্রমান স্বরূপ কম্পিউটার প্রশিক্ষণের সনদ দাখিল করতে হবে অথবা শিক্ষা জীবনের কোন পর্যায়ে কম্পিউটার বিষয় কারিকুলামে থাকলে তার প্রমান স্বরূপ সংশ্লিষ্ট বিষয়ের উপর নম্বরপত্র দাখিল করতে হবে।


অন্যান্য শর্তাবলী


আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা আবেদন দাখিলের শেষ দিনে ৩০ (ত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা আবেদন দাখিলের শেষ দিনে ৩২ (বত্রিশ) বছর। কোন পদেই বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অনলাইনে আবেদনের সাধারন পদ্ধতি:
১) প্রার্থী নিধারিত পদের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন ফি জমাদানের রশিদ সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন ফরমে যাবেন
২) প্রাথমিক আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যাবলী প্রদান করে জমাদানের রশিদ সংগ্রহ করবেন
৩) বাংলাদেশে অবস্থিত অগ্রণী ব্যাংকের যে কোন শাখায় নির্ধারিত আবেদন ফি জমা দিবেন
৪) জমাদানের রশিদে উল্লেখিত PIN এবং AID ব্যবহার করে Applicant Login থেকে বিস্তারিত তথ্যাবলী প্রদান করে আবেদন সম্পন্ন করবেন
৫) উল্লেখ্য যে, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনপত্র জমা শেষে কর্তৃপক্ষ কম্পিউটারের মাধ্যমে প্রার্থীদের প্রদানকৃত তথ্য যাচাই, বাছাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করবে এবং বাছাই এ যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে এই (http://www.recruitemp.com/) ওয়েবসাইট থেকেই পরবর্তীতে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনের সাথে প্রদেয় সংযুক্তিসমূহ:
১) প্রার্থীর স্ক্যানকৃত ছবি
২) মাধ্যমিক/সমমানের পরীক্ষার স্ক্যানকৃত মূল সনদপত্র
৩) উচ্চ-মাধ্যমিক/সমমানের পরীক্ষার স্ক্যানকৃত মূল সনদপত্র
৪) স্নাতক/স্নাতক (সম্মান) পরীক্ষার স্ক্যানকৃত মূল নম্বরপত্র
৫) স্নাতকোত্তর পরীক্ষার স্ক্যানকৃত মূল নম্বরপত্র

অন্যান্য শর্তাবলী:
আবেদন পত্র অনলাইনে জমাদিতে হবে এবং ভুলভ্রান্তি সম্বলিত বা কোন অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
কোন প্রার্থী একের অধিক পদে আবেদন করতে পারবেন না।
১) প্রার্থী বর্তমানে চাকুরীরত হলে আবেদন করার ক্ষেত্রে কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন আছে কি না জানাতে হবে
২) আবেদনপত্র জমাদানের তারিখ ১৫ মার্চ – ০৭ এপ্রিল,২০১৩; নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না
৩) সরাসরি কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। শুধুমাত্র এই (http://www.recruitemp.com) ওয়েবসাইট-এ দেয়া online application procedure অনুযায়ী আবেদনপত্র জমা নেয়া হবে। পত্র মারফত কোন আবেদন গ্রহণ করা হবে না
৪) Appeared প্রার্থীগণ আবেদনের যোগ্য বিবেচিত হবেন না
৫) নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ০১ (এক) বছরের জন্য Probation-এ থাকতে হবে
৬) অগ্রণী ব্যাংক লিমিটেড এ কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ (যোগ্যতা অনুযায়ী) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন
৭) পরীক্ষা বা এতদ্‌সংক্রান্ত অন্যান্য কাজে যাতায়াতের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোন প্রকার ব্যয় বহন করবে না
৮) কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোন আবেদন পত্র বাতিল করার কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
*** সিনিয়র অফিসার পদে যারা নিয়োগ পাবেন তাদেরকে ব্যাংকের গ্রামীণ শাখায় আবশ্যিকভাবে কমপক্ষে ৩ বছর কাজ করতে হবে।
উল্লেখ্য যে, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনপত্র জমা শেষে কর্তৃপক্ষ কম্পিউটারের মাধ্যমে প্রার্থীদের প্রদানকৃত তথ্য যাচাই, বাছাই ও প্রক্রিয়াকরণ সম্পন্ন করবে এবং বাছাই এ যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে এই (http://www.recruitemp.com/) ওয়েবসাইট থেকেই নির্ধারিত তারিখের মধ্যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।


বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 15-03-2013 
Last Date : 7-4-2013

No comments:

Post a Comment

Thanks For Visiting www.resultshub.net

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Followers..Join Now

Search Results, Jobs..